বুধবার রাতে আলাদা দুটি ম্যাচে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল
বুধবার (১১ সেপ্টেম্বর) আলাদা ম্যাচে মাঠে নামছে। টেক্সাসের আলামডোমে’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। একই দিন পেরুরো মুখোমুখি হবে ব্রাজিল। লস এঞ্জেলসে এই ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
২০১৪ বিশ্বকাপের পর থেকে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে আলবিসেলেস্তে ফুটবল। যার চড়া মূল্য দিতে হয় রাশিয়া বিশ্বকাপে। মেসি পরবর্তী প্রজন্মে কারা ধরবেন দেশটির ফুটবলের হাল, তা নিয়ে গলদঘর্ম ম্যানেজমেন্ট। তাই বিশ্বসেরা ফুটবলারের নিষেধাজ্ঞা তাদের জন্য এক অর্থে শাপেবর। সেই সঙ্গে ডি মারিয়া ও অ্যাগুয়েরোদের অনুপস্থিতি নতুনদের সুযোগ করে দিচ্ছে প্রমাণের।
যারা মেসি ভক্ত তাদের জন্য দুঃসংবাদ। নিষেধাজ্ঞার বেড়াজাল থাকায় মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচেও মাঠে নামতে পারবেন না এলএমটেন। যারা আর্জেন্টাইন ফুটবল ভালোবাসেন, তারা নড়েচড়ে বসতে পারেন। কেননা এই ম্যাচেও নিরীক্ষা চালাবেন স্ক্যালোনি। মাঠে নামাবেন একবারেই তরুণ একটা দল।
অবশ্য তরুণরা যে খুব একটা খারাপ করছে তা নয়। কদিন আগে চিলির বিপক্ষে এই দল নিয়েই ড্র করেছে স্ক্যলোনি। তাই এবার মেক্সিোকো চ্যালেঞ্জটা বেশ সানন্দেই গ্রহণ করছেন এই মাস্টার মাইন্ড। সামনের বছর নামতে হবে বিশ্বকাপ বাছাইয়ে। তার আগেই আলবিসেলেস্তেদের সর্বোচ্চ প্রস্তুতির চেষ্টা।
ফিফা ফ্রেন্ডলিগুলোকে মেক্সিকো’ও নিয়েছে নিজেদের গুছিয়ে নেবার মঞ্চ হিসেবে। গেল ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় তুলে নিয়েছে এল ট্রাইরা। যে আত্মবিশ্বাসকে পুঁজি করে আর্জেন্টিনাকে হারিয়ে দিতে চায় হার্নান্দেসরা।
এদিকে, ফিফা ফ্রেন্ডলির আরেক হাইভোল্টেজ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কোপা আমেরিকার ফাইনালের পর আবারো মুখোমুখি হচ্ছে দু-দল।
যদিও পরিসংখ্যানের পাতায় সেলেসাওদের তুলনায় বেশ পিছিয়ে হোয়াইট এন্ড রেডরা। দু-দলের মুখোমুখি ৪৬ দেখায় ৩৩ জয় আছে ব্রাজিলের। তবে জয় পরাজয় ছাপিয়ে ব্রাজিলিয়ান কোচ বেশি গুরুত্ব দিচ্ছেন দল গোছানোর দিকে। আর তাই এই ম্যাচে এক নেইমার ছাড়া আর কোন সেলেকাও সুপারস্টার না থাকার সম্ভাবনাই বেশি।
No comments